বেলাকোবা: বাড়িবাড়ি পৌঁছে যাবে পাইপ বাহিত গ্যাস। স্বস্তায় মিলবে জ্বালানি। উপকৃত হবে উত্তরবঙ্গের অন্যতম শিল্প চা। এর জন্য বিহারের বারাউনি থেকে গৌহাটি পর্যন্ত ৭১২ কিলোমিটার গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ দ্রুত তালে চলছে। ৭১২ কিলোমিটারের মধ্যে বিহারে ২৬৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে ১৯০ কিলোমিটার জোরকদমে চলছে ও আসামের ২৪৪ কিলোমিটার কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের জেনারেল ম্যানেজার রাজিব আইচ।
জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বেলাকোবার বড়বাড়িতে সেই গ্যাস পাইপ লাইন সংযোগের পর পাইপের উপর থ্রি লেয়ার পলি কোটিং এবং ছয় সাত ফুট নিচ দিয়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে। এই পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে উত্তরবঙ্গবাসী সহজ মূল্যে বাড়ি বাড়ি পাইপ ন্যাচারাল গ্যাসের কানেকশন যেমন পাবেন অপরদিকে চা শিল্প সহ অন্যান্য শিল্প সস্তায় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। চা শিল্পের মালিকদের সংগঠন ডিবিআইটিএ র জেনারেল সেক্রেটারি সঞ্জয় বাগচি জানান, ‘অসমে ডিব্রুগড় এলাকায় জ্বালানি হিসাবে গ্যাস এর মাধ্যমে চা উৎপাদন হচ্ছে। সেই পরিষেবার আওতায় উত্তরবঙ্গের চা শিল্প কে আনা হলে চা শিল্পমহল উপকৃত হবে।’ এই পাইপ লাইনের কাজ সম্পন্ন করে গ্যাস চার্জ করে দেওয়ার সময়সীমা ধরা হয়েছে ডিসেম্বর ২০২২। ভারত সরকারের কর্মসূচি রয়েছে ২০৩০ সালের মধ্যে ঘরে ঘরে গ্যাস পরিষেবা চালু করা হবে বলে রাজিব বাবু জানান।